Site icon Jamuna Television

কক্সবাজার সমুদ্র সৈকতে প্রদর্শিত হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। সম্প্রতি বিশ্ব ভ্রমণে বের হয়েছে ট্রফিটি। এর অংশ হিসেবে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রদর্শিত হলো বিশ্বকাপের পর আইসিসির একমাত্র ওয়ানডে মেগা ইভেন্টের এই শিরোপা।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সৈকতের লাবণী বিচে সর্বসাধারণের জন্য ট্রফিটি প্রদর্শিত হয়।

এদিন পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ব ভ্রমণে বের হওয়া ট্রফিটি প্রদর্শনের জন্য আনা হয় সৈকতে। এরপর ফটোসেশনের জন্য সৈকতের লাবণী পয়েন্টে জনসাধারণের জন্য উম্মুক্ত করা হয়। এতে সৈকতে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনেকেই ট্রফির সামনে দাঁড়িয়ে ছবি তুলে জমিয়ে রেখেছেন স্মৃতির পাতায়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত সীমান্ত সম্মেলন কেন্দ্র ‘উর্মি’র সামনে বালুতে ট্রফিটি প্রদর্শনের জন্য তৈরি করা হয় বিশেষ একটি মঞ্চ।

চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা।

সমুদ্রের শীতল বাতাস আর ঢেউয়ের অদ্ভুত মন মাতানো শব্দ মিশে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করে। অনেকের মতে, এই আয়োজন কক্সবাজারের পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে পাঁচ দিনের জন্য বাংলাদেশে এসেছে এই ট্রফি।

/এমএইচআর

Exit mobile version