Site icon Jamuna Television

দুই দিনের ব্যবধানে স্বর্ণের দাম আবার বাড়ল

দেশের বাজারে দুই দিনের ব্যবধানে স্বর্ণের দাম আবারও বাড়িয়ে এই ধাতুর নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণে ভরিপ্রতি বাড়ানো হয়েছে এক হাজার ৯৩২ টাকা। তাতে একভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ ৪০ হাজার ২৭১ টাকায়।

বুধবার (১১ ডিসেম্বর) বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই ধাতুর নতুন দাম নির্ধারণ করা হয়েছে। যা আগামীকাল থেকে দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৩৩ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১৪ হাজার ৭৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৯৪ হাজার ২৫৭ টাকায় বিক্রি করা হবে।

স্বর্ণের দাম কমা‌নো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

এর আগে, গত ৯ ডিসেম্বর স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। যা ১০ ডিসেম্বর কার্যকর হয়।

/এমএন

Exit mobile version