Site icon Jamuna Television

আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি, ১০ কারখানায় সাধারণ ছুটি

১৫ শতাংশ হরে বেতন বাড়ানোর দাবিতে আজ বৃহস্পতিবারও (১২ ডিসেম্বর) কাজে যোগ দেননি আশুলিয়ার ১০টি পোশাক কারখানার শ্রমিকেরা। পরিস্থিতি বিবেচনায় এসব কারখানায় সাধারণ ছুটির ঘোষণা করা হয়েছে। তবে অন্য গার্মেন্টসগুলোতে উৎপাদন স্বাভাবিক রয়েছে।

এদিকে যেকোনো ধরনের সহিংসতারোধে পুরো শিল্পাঞ্চলে যৌথ বাহিনী সতর্ক অবস্থানে আছে। টহল জোরদার করেছে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।

কারখানা কর্তৃপক্ষসহ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রমিকেরা মূলত বেতন-ভাতা নিয়ে সন্তুষ্ট নন, তাই তারা কাজ বন্ধ করে দিয়েছে। এসব কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে কোথাও কোনো বিশৃঙ্খল পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

/এমএইচআর

Exit mobile version