Site icon Jamuna Television

শুক্রবার ঢাকাসহ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

ফাইল ছবি।

আগামীকাল শুক্রবার রাজধানী ঢাকার কিছু এলাকা, আমিনবাজার, হেমায়েতপুর ও সাভারসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জিটিসিএলের আমিনবাজার সিজিএস-এ মোডিফিকেশন কাজের জন্য ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত ছয় ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত সমগ্র সাভার, আমিনবাজার ও হেমায়েতপুর এবং ঢাকা মহানগরীর সমগ্র মিরপুর এলাকা, মিরপুর রোডের উভয় পাশের এলাকা, শ্যামলী, আদাবর, আগারগাঁও, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, হাজারিবাগ, কামরাঙ্গির চর, কেরাণীগঞ্জ (খোলামোড়া হতে কলাতিয়া, হযরতপুর পর্যন্ত), হাতিরপুল, ফার্মগেট, আজিমপুর, নিউমার্কেট, লালবাগ, শাহবাগ এবং তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় গ্যাসের স্বল্পচাপও থাকতে পারে আশপাশের এলাকায়। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

/এমএইচ

Exit mobile version