Site icon Jamuna Television

৪০০ বিলিয়ন ছুঁয়ে ইলন মাস্কের রেকর্ড

ফাইল ছবি।

চারশ’ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদের মালিক বনে আবারও রেকর্ড গড়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। পৃথিবীর ইতিহাসে টেক বিলিওনিয়ারদের মধ্যে মাস্কই একমাত্র ব্যক্তি যিনি এমন নজির গড়লেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী সময় থেকেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে ট্রাম্পঘনিষ্ঠ মার্কিন এই ধনকুবেরের সম্পত্তির পরিমাণ। ব্লুমবার্গের তথ্যানুযায়ী, যার পরিমাণ আনুমানিক ৪২ হাজার কোটি ডলারেরও বেশি।

সম্প্রতি বিশাল লাভের মুখ দেখেছে তার দুই প্রতিষ্ঠান– স্পেসএক্স ও টেসলা। বেড়েছে প্রতিষ্ঠান দুটির শেয়ারমূল্যও। যারমধ্যে, শুধুমাত্র টেসলার শেয়ারমূল্যই বেড়েছে প্রায় ৭০ শতাংশ।

সবশেষ হিসাব অনুযায়ী ইলন মাস্কের ৩৮৪ বিলিয়ন ডলারের সম্পদ ছিল। এদিকে, ২৪৪ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে বিশ্বে ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় অবস্থানে সর্বোচ্চ ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

/এমএইচ

Exit mobile version