Site icon Jamuna Television

ব্যাট হাতে তামিমের ঝড়

প্রায় ৭ মাস পর বুধবার এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে মাঠের ক্রিকেটে ফেরেন তামিম ইকবাল। তবে সাবেক টাইগার অধিনায়কের ফেরাটা মোটেও সুখকর ছিল না।

বৃৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দ্বিতীয় ম্যাচেই স্বরূপে ফিরলেন বাংলাদেশের সেরা ওপেনার। সিলেট বিভাগের বিপক্ষে মাত্র ২৭ বলে অর্ধশতক তুলে নিয়েছেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তামিমের অর্ধশতকের অর্ধশতক। তবে এই মাইলফলকের পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। ৩৩ বলে ৬৫ রান করেই বিদায় নেন তিনি। তোফায়েল আহমেদের বলে ছক্কা হাঁকাতে গিয়ে খালেদ আহমেদের তালুবন্দি হয়ে সাজঘরে ফিরে যান তামিম।

তামিম ইকবালের এমন মারকুটে ব্যাটিংয়ের পরও বড় সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে তার দল চট্টগ্রাম। ১০ ওভারেই দলীয় একশ পার করার পরও শেষ পর্যন্ত ১৪৫ রানে থেমেছে চট্টগ্রামের ইনিংস। কুয়াশার কারণে ম্যাচ দেরিতে শুরু হওয়ায় খেলা নির্ধারিত হয় ১৫ ওভারে। নির্ধারিত এই ওভারে চট্টগ্রাম ৯ উইকেটে ১৪৫ রান তুলেছে।

প্রসঙ্গত, এর আগে বুধবার রংপুরের বিপক্ষে ব্যাট হাতে ১০ বলে মাত্র ১৩ রান করে সাজঘরে ফিরেছিলেন তামিম।

/এনকে

Exit mobile version