Site icon Jamuna Television

সাংবাদিকদের জন্য খুব বিপজ্জনক ৯ দেশের তালিকায় ফিলিস্তিন-পাকিস্তান-বাংলাদেশ

চলতি বছরে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক ৯ দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন এই তালিকার শীর্ষে রয়েছে। এর পরেই আছে পাকিস্তান, বাংলাদেশ ও মেক্সিকো।

বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

চব্বিশের ১ ডিসেম্বর পর্যন্ত ৫৪ জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বা পেশার কারণে হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন ১৮ সাংবাাদিক। এর মধ্যে গাজায় নিহত হয়েছেন ১৬ জন এবং লেবাননে দু’জন সাংবাদিক নিহত হয়েছেন।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানে সাত সাংবাদিক প্রাণ হারিয়েছেন। আর মেক্সিকো ও বাংলাদেশে পাঁচজন করে সাংবাদিকের প্রাণ গেছে।

এই তালিকায় থাকা বাকি ৫ দেশ হলো যথাক্রমে সুদান, মিয়ানমার, কলম্বিয়া, ইউক্রেন ও লেবানন।

এছাড়া, সারা বিশ্বে ৫৫ জন সাংবাদিক এ মুহূর্তে জিম্মি অবস্থায় আছেন। জিম্মিদের মধ্যে ২৫ জনই ইসলামিক স্টেটের (আইএস) হাতে আটক রয়েছেন। পাশাপাশি ২০২৪ সালে ৯৫ জন সাংবাদিক নিখোঁজ হয়েছেন। নতুন করে এই তালিকায় এ বছর অন্তর্ভুক্ত হয়েছেন চারজন।

যে তিন দেশে সবচেয়ে বেশি সাংবাদিক কারা অন্তরীণ রয়েছে, সেই দেশগুলো হলো চীন (১২৪), মিয়ানমার (৬১) ও ইসরায়েল (৪১)।

/এমএন

Exit mobile version