Site icon Jamuna Television

৪৭তম বিসিএসের আবেদনের নতুন তারিখ নির্ধারণ

স্থগিতের ঘোষণার দুইদিন পর ৪৭তম বিসিএসের আবেদনের নতুন তারিখ নির্ধারণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর থেকে এ বিসিএসের অনলাইন আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে পিএসসির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এবার প্রার্থীদের আবেদন ফি ২০০ টাকা।

গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে তিন হাজার ৪৮৭ জনকে ক্যাডার এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেয়া হবে।

/এমএন

Exit mobile version