Site icon Jamuna Television

‘ওবায়দুল কাদের মারা গেছেন’ খবরটি ভুয়া

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে সম্প্রতি একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। টিকটকে প্রচারিত ওই ভিডিওতে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর মারা গেছেন তিনি।

‘ওবায়দুল কাদের মারা গেছে’ শীর্ষক ওই ভিডিওটি ভিডিওটি প্রায় ৮ লাখ বার দেখা হয়েছে। তবে বিষয়টি সত্য নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশীয় ফ্যাক্ট চেকিং সংস্থা বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

সংস্থাটি বলছে, ওবায়দুল কাদের মারা যাননি বরং ২০২১ সালে তার অসুস্থতার ঘটনার পুরোনো একটি ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে দেশের বা দেশের বাইরের কোনো সংবাদমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে ওবায়দুল কাদেরের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

আলোচিত দাবিটি যাচাইয়ে ২০২১ সালের ১৪ ডিসেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইউটিউব চ্যানেলে ‘দুপুরের সময় | দুপুর ২টা | ১৪ ডিসেম্বর ২০২১ | Latest Bangladeshi News’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের একাংশের সঙ্গে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া গেছে।

সেই প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২১ সালের ১৪ ডিসেম্বর বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অর্থাৎ, এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

এ ছাড়া আলোচিত ভিডিওতে মূল প্রতিবেদনের অংশের সঙ্গে ‘মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর’ শীর্ষক অংশটুকু সম্পাদনা করে বসানো হয়েছে। মূল প্রতিবেদনের কোথাও ওবায়দুল কাদেরের মৃত্যুর বিষয়ে কিছু উল্লেখ নেই।

/এমএইচ

Exit mobile version