Site icon Jamuna Television

ফেনীতে অপহরণের ৪ দিন পরে শিশুর মরদেহ উদ্ধার

ফেনীতে অপহরণের ৪ দিন পরে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আহনাফ আল মাঈন নাশিত ফেনী কার্ডিয়াক হাসপাতালের পরিচালক ও রেড ক্রিসেন্ট সোসাইটিতে কর্মরত মাঈন উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গত রোববার কোচিং সেন্টারে পড়তে যায় নাশিত। বাড়িতে না ফেরায় পরদিন ফেনী মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন তার বাবা। পরবর্তীতে তুষার নামের এক ব্যক্তিকে সন্দেহ হলে পুলিশকে জানান তিনি। জিজ্ঞাসাবাদে তুষার অপহরণের কথা স্বীকার করেন।

পরে তার দেয়া তথ্যমতে আরও দুইজনকে আটক করে পুলিশ। গত দুই দিন ধরে মোবাইলে নাশিতের পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

/এসআইএন

Exit mobile version