Site icon Jamuna Television

ফিস্টুলা নির্মূলে ঢাকায় চলছে আন্তর্জাতিক সম্মেলন

২০৩০ সালের মধ্যে মহিলাদের প্রসবজনিত ফিস্টুলা নির্মূলের আহ্বান জানানো হয়েছে ঢাকায় চলা ইন্টারন্যাশনাল সোসাইটি অব অবস্ট্রেটিক ফিস্টুলা সার্জন্স (আইএসওএফএস) সম্মেলনে।

তিনদিনের এই সম্মেলন শুরু হয়েছে গতকাল বুধবার (১১ ডিসেম্বর)। নবমবারের মতো আয়োজিত হচ্ছে এটি। এবার ৩৫টি দেশের ১৬৭ জন আন্তর্জাতিক অংশগ্রহণকারীসহ ৫০০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।

এবারের সম্মেলনের মূল লক্ষ্য প্রসূতি ফিস্টুলা নির্মূলের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আলোচনা এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্য অর্জনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা।

এই আয়োজনের প্রথম দিনে আন্তর্জাতিক প্রসূতি ফিস্টুলা ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ২০৩০ সালের মধ্যে ফিস্টুলা নির্মূলের জন্য বৈশ্বিক রোডম্যাপ চূড়ান্ত করা হয়। সম্মেলনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ফোরাম ও প্যানেলে অংশগ্রহণ করেন।

/এমএন

Exit mobile version