Site icon Jamuna Television

ঝিনাইদহে নদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি।

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বুড়ি ভৈরব নদের পানিতে ডুবে চয়ন হোসেন (৭) ও আবির হোসেন (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হাসিলবাগ এলাকায় বুড়ি ভৈরব নদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মারা যাওয়া শিশু চয়ন হোসেন উপজেলার হাসিলবাগ গ্রামের শওকত হোসেনের ছেলে ও আবির হোসেন একই গ্রামের আবু সালেহ’র ছেলে।

স্থানীয় যুবক সবুজ হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনজন শিশু বুড়ি ভৈরব নদের দিকে যায়। এরপর তারা ডুঙা নিয়ে নদের মাঝখানে চলে যায়। পরে এদের মধ্যে একজন শিশু বাড়িতে ফিরে আসে। তবে সে কাউকে কিছু জানায়নি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা নদের মাঝখান থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুদের মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

/আরএইচ

Exit mobile version