Site icon Jamuna Television

রিয়াদ-জাকেরের ঝড়ো ব্যাটিংয়ে উইন্ডিজকে ৩২২ রানের টার্গেট

হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে টস হেরে ক্যারিবিয়ানদের বিপক্ষে রিয়াদ-জাকেরের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পেয়েছে টাইগাররা। বাংলাদেশ ৫০ ওভারে ৫ উইকেটে ৩২১ রান করেছে। উইন্ডিজকে জিতলে হলে করতে হবে ৩২২।

ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ৯ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। সমান শুন্য রানেই তানজিদ তামিম ও লিটন দাসকে শিকার করেন আলজারি জোসেফ। পরেই ক্যারিয়ারের ১৩তম অর্ধশতক হাকান ওপেনার সৌম্য সরকার। অপরদিকে সিরিজে ২য় ফিফটি হাকান অধিনায়ক মেহেদি মিরাজ। দুজনে মিলে স্কোরবোর্ডে যুক্ত করেন ১৩৬ রান। তবে ব্যক্তিগত ৭৩ রান করা সৌম্যকে এলবিডব্লিউর ফাঁদে আটকান গুদাকেশ মোতি। আর ৭৭ রানে সাজঘরের পথ দেখেন মিরাজ। এদিন ব্যাট হাতে ব্যর্থ হন আফিফ হোসেন।
তবে ষষ্ঠ উইকেটে জাকের আলীর সঙ্গে মাহমুদউল্লাহর জুটিতে বড় সংগ্রহের দিকে এগুতে থাকে বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডের মতো শেষ ম্যাচেও ফিফটি করেছেন মাহমুদউল্লাহ। ৭ চার ৪ ছক্কায় ৬৩ বলে করেছেন ৮৪ রান। দ্বিতীয় ম্যাচে জাকের আলীর ফিফটির আক্ষেপ থাকলেও তৃতীয় ম্যাচে এসে ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পেলেন এই ব্যাটার। ৫ চার ২ ছক্কায় ৫৭ বলে ৬২ রানে অপরাজিত ছিলেন।

/এসআইএন

Exit mobile version