Site icon Jamuna Television

আজ ঢাকাসহ যেসব এলাকায় বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) মধ্যরাত থেকে রাজধানী ঢাকার কিছু অংশ এবং আমিনবাজার, হেমায়েতপুর ও সাভারসহ আশপাশের এলাকায় ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসময় কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) গ্যাস ট্রান্সমিশন লিমিটেডের (জিটিসিএল) আমিনবাজার সিজিএস-এ মোডিফিকেশন কাজের জন্য ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত আমিন বাজার, হেমায়েতপুর ও সমগ্র সাভার এবং ঢাকা মহানগরীর সমগ্র মিরপুর এলাকা, মিরপুর রোডের উভয় পাশের এলাকা, আদাবর, শ্যামলী, লালমাটিয়া, ধানমন্ডি, হাজারিবাগ, আগারগাঁও, মোহাম্মদপুর, কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জের (খোলামোড়া থেকে কলাতিয়া, হযরতপুর পর্যন্ত), হাতিরপুল, আজিমপুর, ফার্মগেট, নিউমার্কেট, লালবাগ, শাহবাগ এবং তত্সংলগ্ন এলাকায় বিদ্যমান সমশ্রেণির গ্রাহকের গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

এসময় কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

/এএম

Exit mobile version