Site icon Jamuna Television

পার্বত্য শান্তি চুক্তির ২১ বছর

পাবর্ত্য শান্তি চুক্তির ২১ বছর পূর্তি উপলক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসন ও সেনা রিজিয়নের উদ্যেগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য র‍্যালি। এখন চলছে নানা আয়োজন।

র‍্যালিটি জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে, রাজার বাড়ি মাঠে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেন, চুক্তির ফলে পাহাড়ে শান্তি বিরাজ করছে। তবে এখনো পাহাড়কে অশান্ত করতে একটি স্বার্থান্বেষী মহল তৎপর। এর আগে কবুতর ও বেলুন উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক দাউদুল ইসলাম ও ভারপ্রাপ্ত রিজিওন কমান্ডার লে. কর্নেল আল আমিন।

Exit mobile version