Site icon Jamuna Television

তিউনিশিয়ায় নৌকাডুবিতে অন্তত ৯ অভিবাসীর মরদেহ উদ্ধার

ফাইল ছবি

তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবিতে অন্তত ৯ অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তিউনিশিয়া প্রশাসন জানায়, ৪২ জন আরোহীকে নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিলো নৌকাটি। খারাপ আবহাওয়ার কারণে মাঝ সাগরে ডুবে যায় সেটি। এ পর্যন্ত ২৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও ৬ জন। আরোহীরা সবাই সাব-সাহারান আফ্রিকার নাগরিক বলে জানিয়েছে কোস্ট গার্ড।

অবৈধভাবে ইউরোপের দেশগুলোতে যেতে তিউনিশিয়া ও লিবিয়াকে প্রবেশ পথ হিসেবে ব্যবহার করে অভিবাসীরা। ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রতি বছর মৃত্যু হয় বহু মানুষের।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর তথ্য অনুসারে, ২০২৩ সালে ২ হাজার ২৭০ জনেরও বেশি অভিবাসী মধ্য ভূমধ্যসাগর অতিক্রম করার চেষ্টা করার সময় মারা গেছে। যা আগের বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি।

/এএম

Exit mobile version