Site icon Jamuna Television

শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত পাপিয়া সারোয়ার

শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় জানানো হলো একুশে পদক পাওয়া কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারকে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ নেয়া হলে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের সহকর্মী-বন্ধু-স্বজনরা।

এ সময় আগতরা জানান, রবীন্দ্র সঙ্গীতে পাপিয়া সারোয়ারের যে অবদান তা জাতি আজীবন মনে রাখবে। এদিন সকাল ১০টার দিকে তার মরদেহ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়।

শহীদ মিনারে তাকে একে একে শ্রদ্ধা জানান বাংলাদেশ রবীন্দ্র শিল্পী সংস্থা, পাপিয়া সরোয়ারের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান গীতিসুধা, স্বনন, সত্যেন সেন শিল্পগোষ্ঠীসহ বিভিন্ন সংগঠন ও বিশিষ্টজনরা।

এ সময় তারা সঙ্গীতাঙ্গনে তার অবদানের কথা তুলে ধরেন। বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ মাঠে জানাজা শেষে বরেণ্য এ শিল্পীকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

/এমএইচ

Exit mobile version