Site icon Jamuna Television

‘পুষ্পা’ নায়ক আল্লু অর্জুন গ্রেফতার

জনপ্রিয় দক্ষিণী তারকা আল্লু অর্জুনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) হায়দরাবাদের জুবিলি হিলসে অবস্থিত অভিনেতার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে চিকড়পল্লী থানা পুলিশ।

হায়দারাবাদের একটি প্রেক্ষাগৃহে তার বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা-২’ সিনেমার প্রদর্শনীর সময় অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনার মামলায় তাকে গ্রেফতার করা হয়।

গত ৪ ডিসেম্বর হায়দারাবাদের ‘সন্ধ্যা থিয়েটার’-এ ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যু ঘটে। নিহত ভক্তের নাম রেবতী। ঘটনার ওইদিন রেবতীর সঙ্গে ছিল তার ৮ বছর বয়সী সন্তান শ্রীতেজ। ঘটনাস্থলে শ্রীতেজ গুরুতর আহত হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এই ঘটনায় নিহত নারীর পরিবার থানায় মামলা করেন নায়কের নামে। সেই মামলার তদন্তে নেমেই পুলিশ গ্রেফতার করেছে আল্লু অর্জুনকে।

অভিযোগে বলা হয়, ঘটনার দিন রাত সাড়ে নয়টার দিকে অর্জুন প্রেক্ষাগৃহে আসেন। তার আগমনের খবর তিনি আগে থেকে অবগত করেননি। প্রবেশদ্বারের বাইরে ১৫-২০ মিনিট কাটিয়ে দেন আল্লু। এ সময় শত শত লোক তাকে দেখার জন্য ছড়িয়ে পড়ে। নিরাপত্তা দলকে ঠেলে পরিস্থিতি আরও খারাপ করে তোলে। ফলে সেখানে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা সম্ভব হয়নি।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ, আল্লু অর্জুন এবং তার নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ১১৮(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিনেতাকে আপাতত থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, মুক্তির আগেই ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে ‘পুষ্পা ২’। বাংলা-হিন্দিসহ তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। এটি একটি সিক্যুয়েল মুভি, যার প্রথম অংশ ‘পুষ্পা: দ্য রাইজ’ রিলিজ হয়েছিল ২০২১ সালে।

/এমএইচআর

Exit mobile version