Site icon Jamuna Television

১৭ বছর পর গোপালগঞ্জে বিএনপির কার্যালয় উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট, গোপালগঞ্জ:

দীর্ঘ ১৭ বছর পর গোপালগঞ্জে জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে শহরের গেটপাড়ায় একটি টিনের ঘরে এ অফিসের উদ্বোধন করা হয়।

গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ প্রধান অতিথি হিসেবে এ কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। এরপর উদ্বোধন উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বিগত ১৭ বছরের শাসনামলে গোপালগঞ্জে বিএনপির কোনো অফিস রাখা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করা হয়েছে। এই অফিস উদ্বোধনের মাধ্যমে গোপালগঞ্জে বিএনপির দলীয় কর্মকাণ্ড বেগবান হবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।

এসময় সুবিধাবাদিদের এড়িয়ে চলার জন্যও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জেলা বিএনপির সাবেক এই সভাপতি। পরে শত শত নেতাকর্মীকে সাথে নিয়ে বিএনপির ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন বিএনপি নেতারা।

/এমএইচ

Exit mobile version