Site icon Jamuna Television

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা উইন্ডিজের

সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজ জয়ে ১০ বছর পর ওয়ানডেতে বাংলাদেশকে হোয়াইওয়াশ করলো উইন্ডিজ। এবার বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ও ওয়ানডেতে পারফর্ম করে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন কেসি কার্টি। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন জনসন চার্লস।

রভম্যান পাওয়েলের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজে শাই হোপ, শারেফান রাদারফোর্ডকে পাচ্ছে না উইন্ডিজ। মূলত বিগ ব্যাশ লিগে খেলতে যাবেন তারা। একই কারণে সিরিজে শেষ ম্যাচ খেলবেন না আকিল হোসেন। প্রথম দুই ম্যাচের পর আকিলের বদলি হিসেবে স্কোয়াডে যোগ দেবেন জেডেন সিলস।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড:

রভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, জনসন চার্লস, জাস্টিন গ্রেভস, টেরেন্স হিন্ডস, আকিল হোসেন, জেডেন সিলস (শেষ ম্যাচ), আলজারি জোসেফ, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গার।

উল্লেখ্য, আগামী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট ভিনসেন্টে।

/এসআইএন

Exit mobile version