Site icon Jamuna Television

আল্লু অর্জুন গ্রেফতার: সিনেমা হলে কী হয়েছিল সেদিন?

প্রায় ৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। মুক্তি পায় দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের বহুল আকাঙ্ক্ষিত সিনেমা পুষ্পা’র সিক্যুয়েল। ভারত তো বটেই সারা বিশ্বের সিনেমাপ্রেমীরা অপেক্ষা করে আসছিল সিনেমাটির জন্য। তবে মুক্তির আগের দিনই ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা, যার জেরে আনন্দ পরিণত হয় বিষাদে। এমনকি রিলের হিরোকে যেতে হয় রিয়েল লাইফের পুলিশি হেফাজতে। আসলে কী ঘটেছিল সেদিন?

৪ ডিসেম্বর, বুধবার। হায়দরাবাদের সন্ধ্যা সিনেপ্লেক্সে ছিল পুষ্পা-২ সিনেমাটির প্রিমিয়ার। সিনেমাটি দেখার জন্য সন্তানকে নিয়ে সিনেপ্লেক্সে প্রবেশের চেষ্টা করছিলেন এক নারী। তবে সিনেমটা তার আর পুরোটা দেখা হয়নি।

তবে সেই নারী ভক্ত খুন হননি, আবার আল্লু অর্জুনও তাকে পিস্তল দিয়ে শুট করেছে ব্যাপারটা এমন না। তাহলে সেই নারীর মৃত্যুর কারণে নায়ক কেন গ্রেফতার হলেন?

উত্তরটা হলো, ঘটনার দিন রাত সাড়ে নয়টার দিকে অর্জুন ওই প্রেক্ষাগৃহে আসেন। সাধারণত সিনেমার অভিনেতারা নিজেদের ছবির হল ভিজিট করে থাকে। তারা জানতে চায় দর্শকদের মতামত কিংবা তাদের সাথে একসাথে সিনেমাটি উপভোগ করা। এদিকে নিজের আগমনের খবর আগে থেকে জানাননি নায়ক। সিনেপ্লেক্সের প্রবেশদ্বারের বাইরে ১৫-২০ মিনিট কাটিয়ে দেন আল্লু। এ সময় শত শত লোক তাকে দেখার জন্য ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে নিরাপত্তা দলকে ঠেলে পরিস্থিতি আরও খারাপ করে তোলে। ফলে সেখানে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা সম্ভব হয়নি। এর ফলেই অতিরিক্ত মানুষের ভিড়ে পদতলিত হয়ে মারা যান সেই নারী।

/এমএইচআর/এমএন

Exit mobile version