Site icon Jamuna Television

সেঞ্চুরিতে জবাব দিলেন মুশফিক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে যাচ্ছেতাইভাবে হেরেছে বাংলাদেশ। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও বিতর্কিত কিছু সিদ্ধান্ত আর দলীয় পারফরমেন্স সমালোচনার মুখে পড়েন অধিনায়ক মুশফিকুর রহিম। প্রশ্ন উঠে তার অধিনায়ক হিসেবে থাকা নিয়েও। ঘটনার পরম্পরায় প্রতিক্রিয়া দেখাতে গিয়ে বোর্ড সভাপতিরও রোষানলে পড়েন মুশফিক। শঙ্কা ছিল, এত চাপ মোকাবেলা করে আবার স্বমহিমায় ফিরে আসতে পারবেন তো লিটল মাস্টার?

তবে এ প্রশ্নের জবাব পেতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি ক্রিকেটভক্তদের। আজ কিম্বার্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সব শঙ্কা ও সমালোচনা উড়িয়ে দিলেন মুশফিক। মাত্র ১০৮ বলে খেলে করলেন ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটাই তার প্রথম শতক।

এর মধ্য দিয়ে ওয়ানডেতে টানা দু’বছরের সেঞ্চুরি খরা ঘুচালেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। মুশফিকের হাত ধরে ভাল সংগ্রহের দিকে এগুচ্ছে বাংলাদেশ। ৪৭ ওভার শেষে দলীয় রান দাঁড়িয়েছে ৬ উইকেটে ২৫৩।

Exit mobile version