Site icon Jamuna Television

হাইকোর্টে জামিন মিললো আল্লু আর্জুনের

নিম্ন আদালত কর্তৃক ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর আদেশের কয়েক ঘণ্টার মধ্যে তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। খবর এনডিটিভির।

আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) হায়দরাবাদে গ্রেফতার হন আল্লু অর্জুন। এরপর তাকে চিক্কদপল্লি থানায় নিয়ে যাওয়া হয়। ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে রেবতী নামের এক নারীর মৃত্যুর ঘটনায় সেখানে তার নামে অভিযোগ করা হয়েছিল।

পরে নামপল্লি আদালতে তোলা হলে তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এরপর উচ্চ আদালতে এই সুপারস্টারের জামিন চাওয়া হয়। সিনেমার মতো তার মুখেই শেষ হাসি ফুটে।

গত সপ্তাহে পুষ্পা ২-এর প্রিমিয়ার শো-এর সময় হায়দরবাদে একটি সিনেমা হলে বেশ ভিড় হয়। সেখানে পদপিষ্ট হয়ে মারা যান রেবতী। অভিযোগ ছিল, আগে থেকে না জানিয়ে আল্লু অর্জুন এবং তার দল সেখানে গিয়েছিল। এ দক্ষিণি তারকাকে দেখার জন্য প্রবল ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় চিক্কদপল্লি পুলিশ স্টেশনে আল্লু অর্জুন, তার সুরক্ষাকর্মী ও সিনেমা হলের মালিকের বিরুদ্ধে সেকশন ১০৫ এবং ১১৮ (১) ধারায় মামলা করে রেবতীর পরিবার। সেই মামলায় আল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়।

এর মধ্যে মৃত রেবতীর স্বামী সাংবাদিকদের জানিয়েছেন, তিনি মামলাটি তুলে নেবেন। তার স্ত্রীর মৃত্যুতে আল্লু অর্জনের কোনো ভূমিকা নেই।

/এমএন

Exit mobile version