Site icon Jamuna Television

জমির জন্য ড. ইউনূসকে বাবা ডাকতে রাজি আছি: শাহরিয়ার নাজিম জয়

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পূর্বাচলে জমি বরাদ্দ পেতে শেখ হাসিনাকে মা ডেকে আলোচনায় এসেছিলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। এবার বললেন, আরেকটা জমির জন্য ড. মুহাম্মদ ইউনূসকে বাবা ডাকতেও রাজি আছেন তিনি।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘৮৪০’ শিরোনামের ওয়েব সিনেমাটি। সেখানে একটি চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়। সিনেমটির প্রিমিয়ার শো অনুষ্ঠানে উপস্থিত থাকা জয়ের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমি চাওয়া প্রসঙ্গে তার কাছে জানতে চাইলে শাহরিয়ার নাজিম জয় বলেন, আমার জমির প্রয়োজন আছে। তাই ড. ইউনূস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো।

সাবেক প্রধানমন্ত্রীকে মা বলে জমি চাওয়াতে মোটেও অনুতপ্ত না বলে জানান জয়। তিনি বলেন, একটা জিনিস পাওয়ার জন্য বাবা, দাদা, মা ডাকা যায়। আর আমি আমার কাজের জন্য ভবিষ্যতেও ডাকবো। তবে হ্যাঁ আমি তখনও বলেছি বিগত সরকার যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছিল আর তাদের পতনের জন্য যত লোক প্রাণ দিয়েছে তা অনেক সেন্সেটিভ ইস্যু হয়ে গিয়েছে। আর ওই সকাররের প্রধানকে আমি মা বলেছি সেটার জন্য আমি অনুতপ্ত।

/এটিএম

Exit mobile version