Site icon Jamuna Television

রাজশাহীতে ৪৬ পরিবার পেল জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সহায়তা

রাজশাহীতে গণঅভ্যুত্থানে নিহত ৪৬ পরিবারের মাঝে চেক বিতরণ করছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। প্রতিটি পরিবারকে ৫ লাখ টাকা সহায়তা দেয়া হয়েছে সহায়তা।

সেখানে উপস্থিত ছিলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এ সময় তারা আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের সাথে কথা কথা বলেন এবং খোঁজ খবর নেন।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চলছে অনুষ্ঠান। সেখানে তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ। তারা জানিয়েছেন, নিহতদের পাশাপাশি আহতদের পরিবারকে সহায়তাও করা হচ্ছে।

/এটিএম

Exit mobile version