Site icon Jamuna Television

সঠিক তদন্তে বুদ্ধিজীবী হত্যার প্রকৃত ইতিহাস তুলে ধরার দাবি জামায়াতের

রহস্যে ঘেরা বুদ্ধিজীবী হত্যার ঘটনার সঠিক তদন্ত করা হয়নি। তাই সঠিক তদন্তের মধ্য দিয়ে জাতির সামনে প্রকৃত ইতিহাস তুলে ধরার দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় অতিবাহিত হলেও বুদ্ধিজীবী হত্যার সঠিক কোনও তদন্ত হয়নি। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের হত্যার সঠিক তদন্তের সময় এসেছে। স্বাধীনতার প্রাক্কালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যার মধ্য দিয়ে দেশকে মেধাশূন্য করার চেষ্টা করা হয়।

মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে জামায়াতের এ নেতা বলেন, চিত্রনির্মাতা, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা জহির রায়হান মুক্তিযুদ্ধের ডকুমেন্টারি তৈরি করার জন্য মাঠে নেমেছিলেন। তবে এই কাজ করতে করতে হঠাৎ করেই তিনি নিখোঁজ হয়ে যান। জাতির শ্রেষ্ঠ সন্তান জহির রায়হানকে হত্যার মধ্য দিয়ে সত্য উদঘাটন বাধাগ্রস্ত করা হয় হয় বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার।

/এমএন

Exit mobile version