Site icon Jamuna Television

ফের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন আমির

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ৯ মাসের ব্যবধানে আবারও অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাকে অবসর থেকে ফেরায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বিশ্বকাপের পর আর কোনো সিরিজেই ডাক পাননি এই পেসার।

শনিবার (১৪ ডিসেম্বর) পিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আমির ও অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের অবসরের ঘোষণা জানায়। তবে বোর্ডের এই আনুষ্ঠানিক ঘোষণার আগেই শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় সিদ্ধান্তটি জানিয়েছিলেন ইমাদ, অবসরের খবর পোস্ট করেছেন আমিরও।

দারুণ সম্ভাবনা জাগিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছিলেন বাঁ-হাতি পেসার আমির। কিন্তু স্পট ফিক্সিংয়ের ঘটনায় তাতে বড় ধাক্কা লাগে।

২০০৯ সালে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক অভিষেক ঘটে আমিরের। মেলবোর্ন-ওভালে ফাইফার, লর্ডসে ছয় উইকেট নিয়েছিলেন এই স্পিড স্টার। একই বছর টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন তিনি। শচীন, সঙ্গাকারা, জয়বর্ধনে, পন্টিং, হাসি, ক্লার্ক, ওয়াটসন, স্ট্রস, কুক, পিটারসেন, কলিংউড, ম্যাকালামের মতো বড় বড় তারকাদের উইকেট তুলেছিলেন ঐ এক বছরেই।

ক্যারিয়ারে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি খেলেছেন আমির। তিন ফরম্যাট মিলিয়ে ২৭১ উইকেট শিকার করেছেন এই পেসার।

/এমএইচআর

Exit mobile version