Site icon Jamuna Television

ঝিনাইদহে বিএনপির অফিসে দুর্বৃত্তের হামলা, ভাঙচুর

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহে বিএনপির একাংশের অফিসে দুর্বৃত্তের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের গীতাঞ্জলি সড়কে সাবেক সাংসদ মসিউর রহমানের ছেলে ও জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইব্রাহীম রহমান বাবুর অফিসে এ হামলার ঘটনা ঘটে।

ইব্রাহীম রহমান বাবু অভিযোগ করে বলেন, এ সময় অফিসে কেউ ছিল না। হঠাৎ কিছু যুবক অফিসের গলিতে ঢুকে অচমকা হামলা করে। এ সময় অফিসে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। এমনকি বেগম খালেদা জিয়ার ছবি ও প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি  ছিড়ে ফেলা হয়।

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনা শোনার পর আমরা সেখানে গিয়েছিলাম। বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেনি। কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।

উল্লেখ্য, শুক্রবার (১৩ ডিসেম্বর) ঝিনাইদহের হরিণাকুন্ডের লালনমোড়ে বিএনপির বাবু গ্রুপের মিটিং চলাকালে অপর গ্রুপ হামলা চালায়। সেই ঘটনায় ১০ জন আহতের ঘটনা ঘটে।

/এএস

Exit mobile version