Site icon Jamuna Television

মানুষ পোড়ানোর সদৃশ ভিডিওটি চীনের হ্যালোইন উদযাপনের: রিউমার স্ক্যানার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ পোড়ানোর সদৃশ একটি ভিডিও ছড়িয়ে পড়তে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে এটিকে বাংলাদেশে একজন হিন্দু ব্যক্তিকে পোড়ানোর দৃশ্য বলে দাবি করা হয়। ছড়িয়ে পড়া এই ভিডিওটি চীনে হ্যালোইন উদযাপনের বলে জানিয়েছে রিউমার স্ক্যানার।

রিউমার স্ক্যানার জানায়, ছড়িয়ে পড়া ভিডিওটি বাংলাদেশে কোনো হিন্দু ব্যক্তিকে পোড়ানোর দৃশ্যের নয়। এই দৃশ্যটি অন্তত ৬ বছর আগে চীনে হ্যালোইন উদযাপনের। ২০১৮ সালের ২৭ অক্টোবর SviatMe নামের ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত একটি ভিডিওর ফ্রেমের সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির মিল পাওয়া গেছে। সেখান থেকে ভিডিওটি চীনের গুয়াংডং প্রদেশের ঝুহাইয়ের একটি হ্যালোইন পার্টির বলে জানা গেছে।

ফ্যাক্টচেকিং এই প্রতিষ্ঠানটি আরও জানায়, ২০১৮ সালের ৩১ অক্টোবর galaxychimelong নামক ইউজারনেমের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রচারিত একটি ভিডিওতে হ্যালোইনের সাজে সজ্জিত একজনকে বিভিন্ন কার্যক্রম করতে দেখা যায়। ওই ভিডিওর সাথে ছড়িয়ে পড়া ভিডিওটির কার্যক্রমের মিল রয়েছে। সেই ভিডিওতেও জায়গাটির চীনের গুয়াংডং বলে উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, পশ্চিমা বিশ্বে হ্যালোইন অন্যতম একটি জনপ্রিয় উৎসব। মূলত পশ্চিমে এটি পালন করা হলেও সারাবিশ্বেই কমবেশি এই উৎসবের আয়োজন চোখে পড়ে। দিনটিতে অনেকে ভূতের সাজে সজ্জিত হয়ে ভয়ানক কার্যক্রম করে থাকে।

রিউমার স্ক্যানারের প্রতিবেদনের বিস্তারিত পড়া যাবে এই লিঙ্কে

/আরএইচ

Exit mobile version