Site icon Jamuna Television

তিনদিন ধরে পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, দিনে বাড়ে তাপমাত্রা

পঞ্চগড় করেসপনডেন্ট:

হিমালয় কন্যা নামে খ্যাত উত্তরে জেলা পঞ্চগড়ে উত্তরের হিমেল হওয়ার কারণে হঠাৎ তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রির ঘরে। গত কয়েক দিন ধরে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা থাকলেও গতকাল সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ছিল হিমেল হাওয়ার প্রভাব। ফলে ১২ ডিগ্রি থেকে তাপমাত্রা নেমে এসেছে ৯ ডিগ্রির ঘরে। তবে, সকাল পর্যন্ত শীত অনুভূত হলেও সকালের পর দেখা গেছে সূর্যের, ছড়িয়েছে উত্তাপ।

আজ রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা এই চলতি শীত মৌসুমের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড।

এদিকে সরেজমিনে দেখা যায়, গতকাল সন্ধ্যার পর হালকা হিমেল হাওয়া বইতে শুরু করে জেলার ওপর দিয়ে। কয়েকদিনের তুলনাই অনেক কম ছিল কুয়াশা। তবে রাত বাড়ার সাথে সাথে হিমেল হাওয়া বৃদ্ধি পায় এবং শীতের তীব্রতা বৃদ্ধি পায়। তবে সকালের পরপরই দেখা মিলে সূর্যের। সূর্যের তীব্র প্রখরে মানুষ অনেকক্ষণ রোদেও দাঁড়িয়ে থাকতে পারছে না। তবে যানবাহন চালালে শীত অনুভূত হচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, যেহেতু এ জেলা থেকে হিমালয় অনেক কাছাকাছি যার কারণে প্রতিবছর এখানে শীতের আগমন আগে ঘটে। অন্যান্য জেলার তুলনায় এখানে দীর্ঘস্থায়ী শীত অনুভূত হয়ে বিদায় নেয়। তবে, তাপমাত্রার পারদ আগামীতে আরো কমবে বলে জানান তারা।

এ বিষয়ে কথা হয় জেলা শহরের ভ্যানচালক জাহাঙ্গীর আলমের সাথে। তিনি বলেন, রাতে অনেক ঠান্ডা করলেও দিনে অনেক গরম পরে। এখন সূর্য দেখা গেছে, অনেক রোদও উঠেছে। রোদের ক্ষিপ্রতায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না।

একই কথা বলেন দিনমজুর আসিয়া বেগম। তিনি বলেন, এখন তো অনেক রোদ, শীতের কাপড়ও খুলে রেখেছি। কিন্তু সন্ধ্যা হলে আবারও তীব্র শীত অনুভূত হয়। শীতকাল আসলে আমাদের অনেক কষ্ট হয়।

এ বিষয়ে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শীতের তাপমাত্রা পারদ আরও কমবে এবং শীতের তীব্রতা আরও বৃদ্ধি পাবে বলেও জানান এই কর্মকর্তা।

/এমএইচ

Exit mobile version