Site icon Jamuna Television

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৩ ডিগ্রিতে কাঁপছে চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:

টানা শৈত্যপ্রবাহের কাছে কাবু হচ্ছে চুয়াডাঙ্গার জনপদ। তিনদিন ধরে তাপমাত্রার পারদ বিরাজ করছে এক অংকের ঘরে। রোববার (১৫ ডিসেম্বর) এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

এর আগে, গতকাল তাপমাত্রা ছিল ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। মূলত সন্ধ্যারাত থেকে সকাল অবধি থাকছে শীতের দাপট। দিনের কিছু সময় দেখা মিলছে সূর্যের। তবে উত্তাপ পাওয়া যাচ্ছে না। সেই সাথে বইছে হিমেল বাতাস।

সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে বেড়িয়েছে শ্রমিজীবী ও দিনমজুররা। কাজের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকে কাজ না পেয়ে ফিরে গেছেন। আবার অনেকে কাজ পেয়েও শীতের তীব্রতার কারণে হার মানতে হচ্ছে।

এছাড়া ইজিবাইক চালক, ভ্যানচালক ও রিকশা চালকরা যাত্রীদের অপেক্ষায় দীর্ঘসময় অপেক্ষা করেছেন। তারাও পাননি কাঙ্ক্ষিত যাত্রী। শীতের দাপটে নিম্ন আয়ের মানুষের জীবিকার ওপর প্রভাব পড়েছে। এছাড়া ছিন্নমূল ও ভাসমান মানুষেরা খোলা আকাশের নিচে রাত পার করছে। তাদের কষ্ট সবথেবে বেশি। শীতবস্ত্রের অপেক্ষায় তাকিয়ে আছেন তারা। তবুও মেলেনি একটি কম্বলও।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত আছে। তবে আগামী দু-একদিন পর তাপমাত্রার কিছুটা উন্নতি হতে পারে। এরপর আবারও হ্রাস পাবে তাপমাত্রা।

/এমএইচ

Exit mobile version