Site icon Jamuna Television

ঢাবি ছাত্রলীগ নেত্রী গ্রেফতার, পুলিশ হেফাজতে আরও দুই নারী

নিষিদ্ধ হওয়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শামসুন্নাহার হল শাখার সাবেক সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ধানমন্ডি-৩২ নম্বরের নিরাপত্তা বেষ্টনি পার হয়ে ভেতরে প্রবেশ করে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর চেষ্টা করলে দুই নারীকে পুলিশের হাতে তুলে দেয় জনতা।

জানা গেছে, ঢাবি নেত্রী নিশিতা ইকবাল নদী শুক্রবার ধানমন্ডি এলাকায় ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক গণমাধ্যমকে জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করা হয়েছে। নদীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

এর আগে, শনিবার সন্ধ্যায় ধানমন্ডি-৩২ নম্বরের নিরাপত্তা বেষ্টনি পার হয়ে ভেতরে প্রবেশ করেন দুই নারী। এসময় তারা শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর চেষ্টা করে। এসময় স্থানীয় জনতার সঙ্গে তাদের বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

পরবর্তীতে সাধারণ মানুষের সাথে তর্কে জড়িয়ে পড়া ওই দুই নারীর পরিচয় পাওয়া যায়। তাদের মধ্যে একজন হচ্ছেন নারী মডেল ও চিত্রনায়িকা মিষ্টি সুভাষ। অপরজন নিলুফার ইয়াসমিন। পরে তাদের ধানমন্ডি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মডেল মিষ্টি সুভাষ এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শেখ হাসিনার জন্মদিনের কেক কেটেছিলেন। সেই দিনও, উপস্থিত মানুষদের সাথে জড়ান বিবাদে। যা, রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।

এ বিষয়ে রমনা বিভাগের এডিসি ইলিয়াস কবীর বলেন, নিষিদ্ধ সংগঠনের কেউ কোনো মিছিল বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে। একইসাথে এই ঝটিকা মিছিলের সাথে আরও যারা জড়িত তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।

/এমএইচ

Exit mobile version