Site icon Jamuna Television

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ

ঢাকা সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

আজ রোববার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা।

এর আগে, গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হোর্তাকে স্বাগত জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরে পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে লাল গালিচা অভ্যর্থনা দেয়া হয়।

/এমএইচ

Exit mobile version