Site icon Jamuna Television

জাবির আবাসিক হল থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরপ্রতীক তারামন বিবি হলের ৭০০৫ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করেন তার সহপাঠীরা।

ওই শিক্ষার্থীর নাম তাকিয়া তাসনিম বিভা (১৯)। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রথম বর্ষের (২০২৩-২৪ সেশন) শিক্ষার্থী এবং বীরপ্রতীক তারামন বিবি হলের আবাসিক ছাত্রী ছিলেন। তাকিয়া মাগুরা সদর উপজেলার পারান্দুয়ালী এলাকার ব্যবসায়ী আরিফ হোসেনর মেয়ে।

প্রত্যক্ষদর্শী তার ব্লকের শিক্ষার্থী শিউলি আক্তার বলেন, ভোর ৪ টা ৪৬ মিনিটে একটি নম্বর থেকে তার নম্বর এ কল আসে। কলে একটা ছেলে তাকে দ্রুত তাকিয়ার রুমে যেতে বলে। পরে আমি দৌঁড়ে তাকিয়ার রুমে গিয়ে দেখেন দরজা বন্ধ করা। এরপর আরও কয়েকজন জড়ো হয়ে দরজা ভেঙে দেখেন সে ফ্যানের সাথে ঝুলে আছে মরদেহ।

নিহত তাকিয়ার স্থানীয় অভিভাবক মামা মনির হোসেন জানান, ভোর সাড়ে ৫টার দিকে তার ফোনে হল থেকে একটা কল আসে। তাকে জানানো হয় তাকিয়া আত্মহত্যা করেছে। পরে তিনি সাভার থেকে ঘটনাস্থলে যান।এর আগে তিনি তাকিয়ার বাবাকে ফোন করে ঘটনা জানান। তার বাবা-মা মাগুরা থেকে রওনা হয়েছে বলে জানান তিনি।

পুলিশের ডিউটি অফিসার মাসুদ বলেন, আমরা প্রাথমিকভাবে নিহত শিক্ষার্থীর তথ্য নেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সাক্ষী ও তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। নিহতের পরিবার এবং হল প্রাধ্যক্ষের অনুমতি সাপেক্ষে তার ময়নাতদন্ত করা হবে। তারা অনুমতি না দিলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, নিহত তাকিয়া রুমে একাই থাকতেন এবং হলে নিয়মিত থাকতেন না। তার রুমের বাকি সদস্যরা হলে থাকতেন না। পুলিশ নিহতের রুম থেকে ডায়েরি, ল্যাপটপ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করেছে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version