Site icon Jamuna Television

এবিসি নিউজের বিরুদ্ধে মানহানির মামলায় দেড় কোটি ডলার পাচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজের বিরুদ্ধে করা মানহানির মামলার জেরে ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছেন দেশটির সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নামকরা উপস্থাপক জর্জ স্টেফানো পুলাস প্রমাণ ছাড়াই ট্রাম্পকে ধর্ষণের জন্য অভিযুক্ত বলে মন্তব্য করায় এ খেসারত দিতে হচ্ছে সংবাদমাধ্যমটিকে।

শনিবার (১৫ ডিসেম্বর) এবিসি নেটওয়ার্কের সাথে আপস রফা হয় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের। জরিমানার বিনিময়ে মামলা তুলে নিতে রাজি হন ট্রাম্প।

প্রতিবেদন অনুযায়ী, মীমাংসার শর্ত মোতাবেক স্টেফানোপোলাসের বক্তব্যের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে বিবৃতি দেবে এবিসি নিউজ। সংবাদমাধ্যমটি ট্রাম্পের পক্ষে একটি প্রেসিডেন্ট ফাউন্ডেশন অ্যান্ড মিউজিয়াম স্থাপনের জন্য দেড় কোটি ডলার প্রদান করবে। এছাড়াও, ট্রাম্পের আইনি খরচের জন্য ১০ লাখ ডলার দেবে তারা।

চলতি বছর ১০ মার্চ সাউদ ক্যারোলিনার রিপাবলিকান কংগ্রেসপারসন ন্যান্সি ম্যাসের সাক্ষাৎকার নিয়েছিলেন স্টেফানো পুলাস। সে সময় ট্রাম্পকে নিয়ে বিতর্কিত মন্তব্যটি করেন তিনি। স্টেফানোপোলাস বলেন, বিচারক ও দুটি পৃথক জুরি ট্রাম্পকে ধর্ষণের জন্য দায়ী বলেছে। ট্রাম্পকে সমর্থনের পেছনে ম্যাসের কারণ জানতে চেয়ে সাক্ষাৎকার চলাকালে ১০ বার এই মন্তব্য করেন তিনি।

গত ১০ মার্চ, এক কংগ্রেস সদস্যকে ট্রাম্পের প্রতি সমর্থন নিয়ে আক্রমণাত্মক কথা বলেন এবিসির তারকা উপস্থাপক জর্জ স্টেফানো পুলাস। বেশ কয়েকবার বলেন, ধর্ষণের ঘটনায় আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প।

/এমএইচআর

Exit mobile version