Site icon Jamuna Television

ব্রিসবেন টেস্ট: হেড-স্মিথের জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে স্বাগতিক অজিরা। তৃতীয় দিন শেষে ৭ উইকেট হারিয়ে ৪০৫ রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয়েছে প্যাট কামিন্সের দল।

টস জিতে ভারত ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেও এই টেস্টের শুরু থেকেই বাগড়া দিয়ে আসছে বৃষ্টি। তিন দিন মিলিয়ে খেলা হয়েছে মোট ১০১ ওভার। যতটুকু খেলা হয়েছে তাতে সফরকারী বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছে স্বাগতিকরা।

অজিদের পক্ষে সর্বোচ্চ ১৫২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ট্রাভিস হেড। এছাড়া স্টিফেন স্মিথের ব্যাটে আসে আরেকটি শতরান। বুমরাহর বলে ক্যাচের শিকার হয়ে সাজঘরে ফেরার আগে তিনি খেলেন ১০১ রানের ইনিংস।

প্রতিপক্ষ দল বড় সংগ্রহের দিকে এগোলেও বল হাতে ব্যক্তিগতভাবে সফল ছিলেন জাসপ্রিত বুমরাহ। তুলে নিয়েছেন ফাইফার। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন নিতিশ কুমার রেড্ডি ও মোহাম্মদ সিরাজ।

/এমএইচআর

Exit mobile version