Site icon Jamuna Television

কুড়িগ্রামে কালো ডিম দিলো হাঁস 

স্টাফ করসপনডেন্ট, কুড়িগ্রাম:

পাতিহাঁস সাধারণত সাদা ডিম দেয়। সেই ডিম যদি হয় কালো তাহলে কৌতূহল সৃষ্টি হবেই। কুড়িগ্রামে দেখা মিলেছে হাঁসের কালো ডিমের। এই কালো ডিম নিয়ে স্থানীয় মানুষের মধ্যে দেখা দিয়েছে কৌতূহলের। কালো ডিম দেখতে অনেকে ভিড় করছেন।

এমন ব্যতিক্রম ঘটনা ঘটেছে জেলার নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের সুবলপাড় পশ্চিম বিষ্ণুপুর গ্রামের মাছুম মিয়া ও শিউলি দম্পত্তির বাড়িতে। তারা তিন জোড়া দেশীয় জাতের পাতিহাঁস পুষছেন। কয়েকদিন ধরে হাঁসগুলো সাদা ডিম দিলেও গত ৯ ডিসেম্বর হাঁসের খোয়াড়ে একটি কালো ডিম দেখতে পান  তারা। সাপের ডিম ভেবে ভেঙে ফেলা হয় সেটি। কিন্তু পরপর আরও তিনটি কালো ডিম পায় সেখানে। পরে বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়ে।

পোষা দেশি পাতিহাঁসের কালো ডিম নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বাড়িতে ডিম দেখতে ভিড় করছে আশপাশের মানুষ। অনেকে বলছেন, এই প্রথম কালো রঙের ডিম দেখে অবাক তারা। আবার অনেকের মধ্যে এই ডিম নিয়ে নানা কুসংস্কার সৃষ্টি হয়েছে। 

তবে, জেনেটিক্যালি ডিমের রং কালো হতে পারে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ অধিদফতরের কর্মকর্তা ডা. হাবিবুর রহমান। তিনি জানান, এতে ডিমের পুষ্টিগুণ ঠিক থাকে। এটি একটি অস্বাভাবিক ঘটনা। তবে এতে আতঙ্কিত বা কুসংস্কার মনে করার কিছু নেই বলেও জানান তিনি।

এর আগেও একই উপজেলার তিনটি ইউনিয়নে হাঁসের কালো ডিম পাড়ার খোঁজ পাওয়া গিয়েছিল।

/এএস

Exit mobile version