Site icon Jamuna Television

টি-টোয়েন্টি দলে নতুন মুখ, যুক্ত হলেন নাহিদ রানা

টেস্টে দ্যুতি ছড়িয়ে হেড কোচ ফিল সিমন্সের নজর কেড়েছিলেন পেসার নাহিদ রানা। কোচ বলেছিলেন, ‘সুযোগ থাকলে পেসার নাহিদ রানাকে টি-টোয়েন্টিতে পরখ করতে চাই।’ সে সুযোগটা এবার হয়েই গেল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগের দিন নাহিদ রানাকে দলভুক্ত করলেন নির্বাচকরা। টেস্ট, ওয়ানডের পর এবার ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটেও নিজের গতির ঝলক দেখানোর পাচ্ছেন এই এক্সপ্রেস পেসার।

রোববার (১৫ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে নাহিদ রানার অন্তর্ভুক্তির বিষয়টি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কয়েকদিন আগে টি২০ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিলো বিসিবি। যেখানে প্রথমবার ডাক পান আরেক পেসার রিপন মন্ডল। এছাড়া তাসকিন-তানজিম সাকিব ও হাসান মাহমুদ আছেন পেস আক্রমণে। এবার সেখানে যুক্ত হলেন নাহিদ রানা।

এরমধ্যে ৬ টি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলে ফেলেছেন ২২ বছর বয়সী এই পেসার। তাই তো টি-২০ তে অভিষেক হবার অপেক্ষায় এখন নাহিদ। সাম্প্রতিক সময়ে গতি দিয়ে যে চমক দেখিয়েছেন তিনি তার ফলই পেলেন সংক্ষিপ্ততম ফরম্যাটে ডাক পেয়ে। এবার দেখার বিষয়, ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে কতটা আলোর দ্যুতি নিয়ে হাজির হন হালের এ পেস সেনসেশন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মো. হাছান মাহমুদ, রিপন মন্ডল ও নাহিদ রানা।

/এমএইচআর
 

Exit mobile version