Site icon Jamuna Television

সাইক্লোন ‘চিডো’র তাণ্ডবে মায়োট দ্বীপপুঞ্জে নিহত ১১

৯ দশকের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সাইক্লোনের কবলে পড়েছে ফ্রান্স। সাইক্লোন ‘চিডো’র তাণ্ডবে দেশটির মায়োট দ্বীপপুঞ্জে প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। খবর আল জাজিরার।

এতে গুরুতর আহত হয়েছে প্রায় আড়াইশ’ মানুষ। তবে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে শঙ্কা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। সাইক্লোনের পর খাদ্য, পানি ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) ভারত মহাসাগরে সৃষ্ট সাইক্লোনটি তাণ্ডব চালায় মায়োট দ্বীপপুঞ্জে। এসময় সাইক্লোনটির গতিবেগ ছিল ঘণ্টায় ২শ’ কিলোমিটার। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। উপড়ে গেছে গাছপালা। বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, আরও শক্তি সঞ্চয় করে আফ্রিকার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ মোজাম্বিকের দিকে অগ্রসর হচ্ছে সাইক্লোন চিডো।

/এএম

Exit mobile version