Site icon Jamuna Television

এক যুগ পর দামেস্কে আবার কার্যক্রম শুরু করলো তুর্কি দূতাবাস

সিরিয়ার রাজধানী দামেস্কে আনুষ্ঠানিকভাবে দূতাবাস আবার চালু করেছে তুরস্ক। ২০১১ সালে সিরিয়ায় বিদ্রোহীরা হামলা শুরু করার পর তুর্কি সরকার সিরিয়ায় দূতাবাস বন্ধ করে দেয়। এরপর প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দামেস্কে পুনরায় চালু হয়েছে তুর্কি এই কার্যক্রম। সোমবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে ইউরো নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মৌরিতানিয়ায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত বুরহান কোরোগ্লুকে ভারপ্রাপ্ত চার্জ দ্যা অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আনুষ্ঠানিকভাবে কোরোগ্লুকে নতুন পদে দায়িত্ব দেন।

গত বৃহস্পতিবার, কোরোগলুকে দামেস্কের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক বার্তায় দূতাবাসের একটি ছবি পোস্ট করে সবাইকে অভিনন্দন জানান তিনি। পুনরায় দামেস্কে তুরস্কের কার্যক্রম চালু হয়েছে বলেও জানিয়েছেন হাকান ফিদান।

সিরিয়ায় তুরস্কের দূতাবাস রাওদা স্কয়ারের কাছে অবস্থিত। যেখানে তুরস্ক ছাড়া অন্যান্য দেশের কূটনৈতিক মিশনও রয়েছে। ২০১১ সালে গণতন্ত্রকামী আন্দোলনকারীদের ওপর আসাদ সরকারের দমন-পীড়ন শুরু হওয়ার পরও কিছুদিন দামেস্কে দূতাবাস চালু রেখেছিল তুরস্ক। কিন্তু পরিস্থিতি অস্থিতিশীল হলে ২০১২ সালের ২৬শে মার্চ সিরিয়াতে দূতাবাসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয় তুরস্ক। 

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইলমাজ এক্সের এক বার্তায় বলেন, এক যুগ পর সিরিয়ায় তুরস্কের দূতাবাসের কার্যক্রম পুনরায় শুরু হওয়াতে আনন্দিত তুরস্কবাসী। দামেস্কে দূতাবাস চালুর মাধ্যমে সিরিয়ার সঙ্গে আঞ্চলিক শান্তি ও সহযোগিতা বৃদ্ধির পদক্ষেপ আরও মজবুত হয়েছে বলে মনে করেন সেভদেত।

/এআই

Exit mobile version