Site icon Jamuna Television

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

রাষ্ট্রীয় সম্মাননা জানানোর পর জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের ঢল নেমেছে। জাতির সূর্যসন্তানদের শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

শ্রদ্ধা নিবেদন করেন, একাত্তরের রণাঙ্গণের যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

বিজয়ের দিনে স্বাধীন দেশে নতুন প্রজন্ম মেতে উঠেছে অন্যরকম আনন্দ উল্লাসে। লাল-সবুজ পোশাক পরে শ্রদ্ধা জানান শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সের মানুষ। অনেকের হাতে শোভা পায় লাল-সবুজের বিজয় পতাকা। বিজয় দিবসের এ চেতনা জাতি, ধর্ম, বর্ণ সবার জীবনে ছড়িয়ে দেয়াই যেন তাদের লক্ষ্য।

তারা বলেন, বিজয় অর্জিত হলেও সুশাসনের বাংলাদেশ গঠন করা যায়নি। রাজনৈতিক দলমত নির্বিশেষে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানান সবাই।

/এনকে

Exit mobile version