Site icon Jamuna Television

বাশারের উৎখাতের এক সপ্তাহ পর স্কুল খুলে দিয়েছে সিরিয়া

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের উৎখাতের এক সপ্তাহ পরই শ্রেণিকক্ষে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা। স্থানীয় সময় রোববার (১৫ ডিসেম্বর) সিরিয়ার নতুন শাসকরা স্কুল খোলার নির্দেশ দেয়ার পর থেকেই তা কার্যকর করা হয়েছে। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার, বেশিরভাগ আরব রাজ্যে কর্ম সপ্তাহের প্রথম দিনে, দেশের অনেক স্কুল খোলা ছিলো। তবে, পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার কারণে কিছু অভিভাবক তাদের সন্তানদের ক্লাসে দেননি।

দামেস্কের একটি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীরা আনন্দের সাথে অপেক্ষা করছিলো। এরপর স্কুল সচিব রায়েদ নাসের পতাকা উত্তোলন করলে করতালি দিয়ে স্বাগত জানায় শিক্ষার্থীরা।

রায়েদ নাসের বলেছেন, সবকিছু ঠিক আছে। আমরা সম্পূর্ণরূপে সজ্জিত। শিক্ষার্থীদের নিরাপদে ফিরে আসার জন্য প্রয়োজনীয় পরিষেবা দিয়ে স্কুলটি সজ্জিত করার জন্য আমরা দুই থেকে তিন দিন কাজ করেছি।

শিক্ষার্থী সালাহ আল-দিন দিয়াব শ্রেণিকক্ষে পতাকা টাঙ্গিয়ে দিয়ে বলেন, ‘আমি ভীষণ খুশি এবং আশাবাদী। আগে ভয় পেতাম যে, আমাকে সামরিক বাহিনীতেই যোগ দিতে হবে। চেকপোস্টের কাছে গেলে মনে আশঙ্কা থাকত।‘

ইরান ও রাশিয়া সমর্থিত আসাদ সরকারের পতনের এক সপ্তাহ পর সিরিয়া যখন পুনর্গঠনের চেষ্টা শুরু করেছে, তখন তার প্রতিবেশী ও অন্য বিদেশী শক্তিগুলো দেশটি নিয়ে তাদের নতুন অবস্থান কী হবে তা নিয়ে কাজ করছে।

/এআই

Exit mobile version