Site icon Jamuna Television

গোপালগঞ্জে প্রাক-বড়দিন অনুষ্ঠানে বিরিয়ানি খেয়ে দুই শতাধিক শিশু-কিশোর অসুস্থ

সিনিয়র করেসপনডেন্ট, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনুষ্ঠানের খাবার খেয়ে দুই শতাধিক শিশু অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের চার্চের প্রাক-বড়দিনের অনুষ্ঠানে বিরিয়ানি খাবার খেয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকাল থেকে তালিকাভুক্ত ৩ শতাধিক শিশু-কিশোরকে নিয়ে প্রাক-বড়দিন অনুষ্ঠানের আয়োজন করে চার্চ অব বাংলাদেশ। দুপুরে শিশুদের বিরিয়ানির প্যাকেট দেয়া হয়। সেই খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে শিশুরা। এরই মধ্যে ৬০জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কান্দি ইউনিয়নের ওই চার্চের প্রজেক্ট ম্যানেজার রিপন কুন্দা বলেন, শিশু-কিশোরকে দুপুর ২ টার দিকে বিরিয়ানি খাবারের প্যাকেট দেয়া হয়। এই বিরিয়ানির প্যাকেট বাড়িতে নিয়ে শিশু-কিশোররা খাওয়ার পরে সন্ধ্যার দিকে তাদের বমি ও পাতলা পায়খানা শুরু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস বলেন, সন্ধ্যার দিক থেকে হাসপাতালে বমি ও পাতলা পায়খানা জনিত সমস্যা নিয়ে শিশু-কিশোরেরা আসতে থাকে। সময় বাড়ার সাথে সাথে এই রোগীদের চাপ বাড়তে থাকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ায় কারণে এই ঘটনা ঘটতে পারে।

/এসআইএন

Exit mobile version