Site icon Jamuna Television

সাতক্ষীরায় স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রীও

সাতক্ষীরা করেসপনডেন্ট:

সাতক্ষীরার তালায় স্বামীর মৃত্যুর খবর শুনে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন স্ত্রী। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, কানাইলাল দাশ (৬৮) ও তার স্ত্রী স্বরসতী দাশ (৬০)। আগামীকাল মঙ্গলবার তাদের শেষকৃত্য সম্পন্ন হবে।

মৃতের ভাতিজা অপূর্ব দাশ বলেন, কাকা কানাইলাল দাশ আগে থেকে অসুস্থ ছিলেন। তার হার্টের সমস্যা ছিল। সন্ধ্যার দিকে চিকিৎসার জন্য সাতক্ষীরায় নেয়ার পথে মির্জাপুর বাজারে পৌঁছালে তিনি মারা যান। এই খবর মোবাইলে বাড়িতে জানালে কাকি স্বরসতী দাশ স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, বিষয়টি খুব দুঃখজনক। তবে ঘটনাটি থানাতে কেউ জানায়নি। ঘটনা জানার পর এটা স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে বলে জানান তিনি।

/এসআইএন

Exit mobile version