Site icon Jamuna Television

চেচনিয়ায় উড়লো ইউক্রেনের ড্রোন, পাল্টা হামলার হুঁশিয়ারি

ফাইল ছবি

রাশিয়ার মুসলিম-প্রধান প্রজাতন্ত্র চেচনিয়ায় উড়তে দেখা গেল ইউক্রেনের ড্রোন। জবাবে কিয়েভের সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন অঞ্চলটির প্রধান রমজান কাদিরভ।

রোববার (১৫ ডিসেম্বর) চেচনিয়ার রাজধানী গ্রজনিতে দেখা যায় সেই ড্রোন। রমজান কাদিরভের দাবি, গ্রজনির আকাশে প্রায়শই দেখা যাচ্ছে ইউক্রেনের পাঠানো ড্রোন।

সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্টে তিনি আরও বলেন, ড্রোনটি শহরের আখমাত রায়ট পুলিশ ব্যাটালিয়ন ভবনের খুব কাছ দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটায়। তবে কিয়েভের পাঠানো আরও দুটি ড্রোন সফল ভাবে অকার্যকর করা হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি বলে জানিয়েছে চেচেন প্রশাসন।

/এএম

Exit mobile version