Site icon Jamuna Television

শেখ হাসিনার এপিএস লিকুর সহযোগী সোহাগ গ্রেফতার

গ্রেফতার সোহাগ (লাল বৃত্তে), পাশে হাফিজুর রহমান লিকু

ছাত্র আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি ও শেখ হাসিনার এপিএস হাফিজুর রহমান লিকুর ঘনিষ্ঠ সহযোগী আনিসুর রহমান সোহাগকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আনিসুর রহমান সোহাগকে পল্টন থানার একটি হত্যা মামলায় এজহারভূক্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস হাফিজুর রহমান লিকু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক ও আমির হোসেন আমুর সঙ্গে বেশ সখ্যতা ছিল আনিসুর রহমান সোহাগের। সেই প্রভাব খাটিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকা কামিয়েছেন তিনি।

অভিযোগ আছে, হাফিজুর রহমান লিকুর সব অবৈধ সম্পদের দেখভালের পাশাপাশি নগদ টাকাও গচ্ছিত রয়েছে সোহাগের কাছে। এছাড়াও, তার বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়াতিসহ বহুমুখী প্রতারণারও অভিযোগ রয়েছে।

/এনকে

Exit mobile version