Site icon Jamuna Television

চলতি অর্থবছরে কৃষি খাতে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ৩৮ হাজার কোটি টাকা

চলতি অর্থবছরে কৃষি খাতে ৩৮ হাজার কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। অর্থবছরের প্রথম প্রান্তিক জুলাই-সেপ্টেম্বরে ব্যাংকগুলোর ঋণ বিতরণ হয়েছে ৬ হাজার ৪৫৮ কোটি টাকা।

গত অর্থবছরের একই সময়ে কৃষি খাতে এই সময়ে ঋণ বিতরণের পরিমাণ ছিল ৮ হাজার ৮২৪ কোটি টাকা। প্রথম প্রান্তিকে কৃষি খাতে ঋণ বিতরণ কমেছে ২৬ শতাংশ।

সাম্প্রতিক দুটি বন্যায় কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। নিত্যপণ্যের বাজারেও রয়েছে অস্থিরতা। এ অবস্থায় কৃষি ঋণ বিতরণ কমে আসায় আসন্ন রবি ও বোরো মৌসুমে উৎপাদন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

ব্যাংকাররা বলছেন, প্রথম প্রান্তিকে কৃষিতে ঋণপ্রবাহ কমলেও সামনের দিনে আবারও বাড়বে। জুলাই-আগস্টের অস্থিরতা ও ব্যাংক খাতে গণঅভ্যুত্থান-পরবর্তী অনিশ্চয়তার প্রভাবে কিছুটা ঋণ কমেছিল। গত অর্থবছরে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৩৫ হাজার কোটি টাকা। সে হিসাবে চলতি অর্থবছরে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে সাড়ে ৮ শতাংশ। লক্ষ্যমাত্রা বাড়ানো হলেও অর্থবছরের প্রথম প্রান্তিকেই প্রকৃত ঋণ বিতরণ কমে এসেছে।

/এনকে

Exit mobile version