Site icon Jamuna Television

বোয়ালমারীতে গণকবরে শ্রদ্ধা জানিয়ে যুবলীগ কর্মী গ্রেফতার

বোয়ালমারী (ফরিদপুর) করেসপনডেন্ট:

ফরিদপুরের বোয়ালমারীতে মহান বিজয় দিবসে গণকবরে শ্রদ্ধা জানাতে যাওয়ায় এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেফতার করার পর মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে ফরিদপুর কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে।

গ্রেফতার যুবলীগ নেতার নাম মুরসালিন মোল্যা। তিনি বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের চতুল গ্রামের দাউদ মোল্যার ছেলে।

বোয়ালমারী ও কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর সন্ত্রাসী হামলার মামলায় মুরসালিনকে আদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মী একটি ঝটিকা মিছিল নিয়ে বোয়ালমারী পৌরসদরের সরকারি কলেজ সংলগ্ন মুক্তিযুদ্ধে শহীদদের গণকবরে শ্রদ্ধাঞ্জলি জানায়। এসময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দিতে থাকে। ঘটনার ভিডিওচিত্র ও ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে ওইদিন গভীর রাতে মুরসালিনকে গ্রেফতার করে থানা পুলিশ।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল বলেন, গ্রেফতার মুরসালিনকে কোতোয়ালি থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে।

/এএম

Exit mobile version