Site icon Jamuna Television

কুড়িগ্রামে তিন শতাধিক বোতল মদ এবং প্রায় দু’শ পিস ইয়াবা জব্দ

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ৩৩২ বোতল মদ ও ১৯০ পিস ইয়াবা জব্দ করেছে জামালপুর-৩৫ বিজিবি।

সোমবার (১৬ ডিসেম্বর) সদর ইউনিয়নের নওদাপাড়া ও ইজলামারী সীমান্তের বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালায় বিজিবি।

এসময় রৌমারী ও ইজলামারী ক্যাম্পের বিজিবি সদস্যরা প্রায় ৬ লাখ ১৮ হাজার টাকা মূল্যের মাদক জব্দ করেন।

জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হাসানুর রহমান বলেন, সীমান্তে সকল ধরনের চোরাচালান পাচার রোধে এবং সীমান্ত সুরক্ষায় কাজ করছে বিজিবি। চোরাকারবারিদের কোনো ভাবেই ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

/এমএইচ

Exit mobile version