Site icon Jamuna Television

তিন শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

গত কয়েকদিনের ব্যবধানে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের তিনজন শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। রোববার (১৭ ডিসেম্বর) রাতে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর ও মহসিন হল প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যের সামনে ফিরে আসে। এ সময় বিক্ষোভকারীরা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিহান ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের সীমান্ত ও ভাষানটেক সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সুজানা হত্যার প্রতিবাদ ও বিচার দাবি করেন।

শিক্ষার্থীরা বলেন, একজন-দুইজনকে গুপ্ত হত্যা করে ছাত্রদের শেষ করা যাবে না। এসব ঘটনায় প্রশাসন নির্বিকার রয়েছে বলে অভিযোগ করে হুঁশিয়ারী দেন তারা। এছাড়া, শিক্ষার্থী নিহতের ঘটনার দ্রুত ব্যবস্থা নিয়ে প্রশাসনের প্রতি আহ্বানও জানানো হয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোরে গাজীপুরের কালিয়াকৈরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজবির হোসেন শিহানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। একইদিন নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ সীমান্ত। এর দুইদিন পর শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সবশেষ আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের লেক থেকে ভাষানটেক সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সুজানার মরদেহ উদ্ধার করা হয়।

/আরএইচ

Exit mobile version